Friday, October 24, 2025

Drinking Water পানীয় জলের দাবি গড়াল হাতাহাতি তে, উত্তেজনা আসানসোলে

বিক্ষোভ টা ছিল পানীয় জল ( Drinking Water ) না পাওয়ার। পেলেও তা রাত্রি একটা দুটোর সময়। সেই দাবি নিয়ে শুক্রবার বিক্ষোভে শামিল হয়েছিল আসানসোল দক্ষিণের বিজেপি বিধাইকা অগ্নিমিত্রা পাল। কিন্তু তার পর কি হল…

বিক্ষোভ শুরু হয়েছিল সকাল 11 নাগাদ। বিজেপি সমর্থক রা অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আসানসোল করপোরেশন ঘেরাও করে।

এর পর বিধাইকা দেখা করতে চান করপোরেশনের আধিকারিক দের সঙ্গে। কিন্তু কেউ দেখা করেনি বলে অভিযোগ।

এর পর ফাঁকা বালতি নিয়ে মাটিতে বসে পড়েন অগ্নিমিত্রা। প্রখর তাপে উত্তেজনা বাড়তে থাকে সমর্থক দের।

2 টো নাগাদ বিধাইকা দেখা করতে যান ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের সঙ্গে। ততক্ষনে পুলিশে পুলিশ ছয়লাপ করপোরেশনের গেট।

2:30 নাগাদ আসেন চেয়ারম্যান অমর নাথ চট্টোপাধ্যায়। তাকে আসতে দেখেই বিজেপি সমর্থক রা হায় হায় স্লোগান দিতে থাকে। উত্তেজনার পারদ চড়তে থাকে।

Drinking Water পানীয় জলের দাবি গড়াল হাতাহাতি তে, উত্তেজনা আসানসোলে

Online ..Student tried to suicide..lathicharge..Injured girls also কি হচ্ছে ইউনিভার্সিটি তে

Afraid people ..oshoni coming..আসতে পারে ঝড় প্রস্তুত আসানসোল প্রশাসন..কি বলছে মানুষ ..কি বলছে প্রশাসন

Pandabeswar পাণ্ডবেশ্বরের নতুন শোনপুরের প্রাচীনতম দেবদেবীর মন্দিরের প্রতিষ্ঠানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়

Raid in asansol ..আসানসোলে হানা মেয়রের ..খোদ বেঙ্গল সৃষ্টির দিকে অবৈধ দখলের অভিযোগ..নদী হারাচ্ছে গতিপথ..রেয়াত হবে না কারোর ই

এরপর ডেপুটি মেয়র এর চেম্বার ছেড়ে চেয়ারম্যান এর চেম্বারে যান বিধাইকা। কিন্তু অভিযোগ তাঁর নিরাপত্তা রক্ষীদের ঢুকতে দেওয়া হয় নি। রাজ্য পুলিশের সঙ্গে বচসা ও জামা টানাটানি শুরু হয় তাদের।

সে দেখে প্রতিবাদ করে বিজেপি সমর্থকেরা। চেয়ারম্যান এর ঘনিষ্ট দের হুমকি দেবার অভিযোগ ওঠে। অপর দিকে পুলিশের সঙ্গে হাতা হাতি যে জড়িয়ে পড়তে দেখা যায় বিজেপি সমর্থকদের।

একদিকে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে পুলিশের বচসা অপর দিকে চেয়ারম্যান এর ঘনিষ্ট দের সঙ্গে বিজেপি সমর্থক দের আঙ্গুল তোলাতুলি যে উত্তেজনা প্রবন হয়ে ওঠে এলাকা।

বিক্ষোভ টা ছিল পানীয় জল নিয়ে। অগ্নিমিত্রার অভিযোগ, তার মহিলা সমর্থকদের গায়ে ও হাত দেওয়া হয়েছে। দাবি ছিল জল না পাবার। চেয়ারম্যান জানান 1 মাসের মধ্যে ব্যবস্থা করা হবে।
আসলে বিক্ষোভ ছিল পানীয় জল কে কেন্দ্র করে, শুনুন কে কি বলছেন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles