Phalaharini Kali Puja : ফলহারিনি কালীপূজা। করোনা লকডাউনের পর প্রায় দুই বছর পর আবার সেই পরিবেশ আসানসোলের ঘাঘর বুড়ি মন্দিরে। বলছেন ভক্তরা। রবিবার সকাল থেকেই ডালা হাতে ভক্তদের ভিড়। কেউ এসেছেন ছেলের জন্মদিন পালন করতে। কেউ এসেছেন মঙ্গল কামনায়। কেউ এসেছেন কষ্ট লাঘবে। সবার ই কিন্তু একটাই কামনা। মঙ্গল করুক মা ঘাঘর বুড়ি। আসানসোলের কালীপাহারি মোড়ের কাছে অবস্থিত ভারতের বিখ্যাত ঘাঘর বুড়ি মন্দিরে এক দিকে যেমন পুজো হচ্ছে অপর প্রান্তে চলছে কুমারী পূজা। ভক্তদের ভিড়ে সম্পুর্ন এলাকা যেন পুজো মুখর হয়ে উঠেছে। প্রসিদ্ধ আছে এই মন্দির বহু প্রাচীন। কোনো একসময় এক বিশাল গাছের নিচেই দেবী ছিলেন।
Phalaharini Kali Puja : কালীপূজা মা ঘাঘর বুড়ি মঙ্গল করুক সবার
Rabindra jayanti সম্পুর্ন খবর দেখুন..কবিগুরু…শেয়ার করুন
HOLI..They only can feel দোলে থাকলেও রাঙাতে পারেন না
যা চাওয়া হত তাই পাওয়া যেত। এমন কি বহু নিঃসন্তানের সন্তানলাভ হয়েছে দেবীর কৃপায়। এরপর ধীরে ধীরে মন্দিরের উন্নতি। চন্ডী দেবীর অপার করুণায় আজ ঘাঘর বুড়ি মন্দির আসানসোল শিল্পাঞ্চল ছাড়িয়ে শুধু রাজ্য নেয়। দেশ ব্যাপী বিস্তারিত হয়েছে। ফলহারিনি কালীপুজোতে প্রতি বছর ই মেতে ওঠে মন্দির। বিগত 2 বছর করোনার করাল গ্রাসের হাতছানি তে সে ভাবে পালিত হয়নি ফলহারিনি কালীপূজা। তাই এবার সেই পুরোনো স্মৃতি ফিরে পাওয়ার স্বভাবতই খুশি ডালা হাতে ভক্তরা। প্রার্থনা একটাই.. ভালো থাকুক সকলে। মায়ের আশীর্বাদ যেন সবার মাথায় থাকে।
More News- Pandabeswar পাণ্ডবেশ্বরের নতুন শোনপুরের প্রাচীনতম দেবদেবীর মন্দিরের প্রতিষ্ঠানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়
পশ্চিম বর্ধমান: পাণ্ডবেশ্বরের নতুন শোনপুরে ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়। খনি সম্প্রসারণ এর কারনে সোনপুর গ্রামের বাসিন্দাদের পুনর্বাসন দেওয়া হয় হরিপুর সংলগ্ন এলাকায়। এলাকাটির নামকরণ হয় নতুন সোনপুর নামে। পুরনো গ্রাম থেকে দেব দেবীদের এনে নতুন গ্রামে প্রাণ প্রতিষ্ঠা করা হয় মঙ্গলবার। তাই নতুন সোনপুর গ্রামে সপ্তাহ ব্যাপী ধর্মের অনুষ্ঠান চলছে। শুক্রবার সেই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন আসানসোলের প্রাপ্তন এম পি ও বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় সাথে ছিলেন পাণ্ডবেশ্বর এর Continue Reading

