Friday, October 24, 2025

Swasthya Sathi : প্রয়োজনীয় টাকা পাওয়া যায়নি স্বাস্থ্যসাথী তে মুখ্যমন্ত্রী কি বললেন, শুনুন

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী ( Swasthya Sathi ) প্রকল্প যখন সমগ্র বিশ্বে চর্চিত ঠিক সেই সময় বুধবার বাঁকুড়ায় স্বাস্থ্যসাথী নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, এদিনের সভায় এক সাংবাদিক সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান যে উক্ত জেলার এক সিনিয়র জার্নালিস্ট এর অপারেশনের জন্য দেড় লক্ষের ও বেশি টাকার দরকার। কিন্তু স্বাস্থ্যসাথীর কার্ডে এই প্রয়োজনীয় টাকার অনুমোদন বাতিল করেছে স্বাস্থ্য দপ্তর।

টাকা তাকেই জোগাড় করতে হচ্ছে। সে কারণে আজ খবরে ও আসতে পারেন নি তিনি। সাংবাদিকের অভিযোগ শুনেই গুরুত্ব দিয়ে বিষয় টি তিনি গ্রহণ করেন এবং সঙ্গে সঙ্গে সংযুক্ত আধিকারিক কে তিনি প্রশ্ন করেন। পরিষ্কার ভাবে নির্দেশ দেন, এ সব চলবে না। স্বাস্থ্যসাথী কার্ডে 5 লাখ টাকা পর্যন্ত পাওয়ার কথা। প্রয়োজনে ততটাই দিতে হবে। কোনো এদিক ওদিক হবে না। কি কারণে এ সব হচ্ছে তাও জানতে চান তিনি। বলা যেতে পারে বেশ কিছুদিন আগে আসানসোলের সাংবাদিকের পক্ষ থেকে তাঁর কাছে আবেদন জানানো হয়েছিল প্রেস ক্লাবের। সঙ্গে সঙ্গে তার অনুমতি মিলেছিল। পুরুলিয়া শিলিগুড়ি সহ বহু জায়গায় এই রকম সুবিধা দিয়েছেন তিনি।

এবার বাঁকুড়া তে আবার ও প্রমান করলেন যে সমস্যা তাঁর কানে পৌঁছালে সমাধান হতে বাধ্য। বস্তুত বলা যায়..রোদে পুড়ে জলে ভিজে সাধারণ মানুষের সুখ দুঃখ ঘটনা দুর্ঘটনার খবর যারা উপর মহল পর্যন্ত পৌঁছে দেয় তাদের কথাও ভাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কারণে সাংবাদিকদের জন্য স্বাস্থ্যের জন্য মাভই স্কীম শুরু করেছিলেন তিনি। পরে অবশ্য তা স্বাস্থ্যসাথী তে রূপান্তর করেন। যেখানে সবার মত ই স্বাস্থ্যের প্রয়োজনে 5 লক্ষ টাকা পর্যন্ত দেবে রাজ্য সরকার।

Swasthya Sathi : প্রয়োজনীয় টাকা পাওয়া যায়নি স্বাস্থ্যসাথী তে মুখ্যমন্ত্রী কি বললেন, শুনুন

CM Mamata Banerjee আসানসোলে কি দাঁড়াবেন মুখ্যমন্ত্রী ? অপেক্ষায় আসানসোল, কেন্দ্রকে কটাক্ষ।

 

সেখানেও বিভিন্ন টেকনিক্যাল কারণ দেখিয়ে টাকা বেশি কম বা অনুমোদন না দেবার কারণে বেজায় রেগে যান তিনি। তার সাথে এই খবর তাঁকে জানানোর কারণে ধন্যবাদ ও দেন। শুধু তাই নয়..কয়েকদিন আগেই জেলা সফরে বেরিয়ে দুর্গাপুরে এসে সংবাদমাধ্যম কে অভিনন্দন ও জানান তিনি। ঘটনার খবর চাউর হতেই খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদ মহল। মনে করা হচ্ছে তার কানে পৌঁছালে যে কোনো সমস্যার সমাধান হওয়া সম্ভব। সাধুবাদ জানিয়েছেন তাঁকে। এই সপ্তাহে ই হয়ত আসানসোল এ আসার কথা তাঁর।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles