Friday, October 24, 2025

land dept: action will taken on 90 bighas plotting land : source

Land dept : মোট 90 বিঘা জমির প্লটিং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ; সূত্র

 

খুব শীঘ্রই আসানসোলের 90 বিঘা জমি প্লটিং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। এমনটাই সূত্রের খবর।
প্রসঙ্গত, আসানসোলের বিভিন্ন প্রান্তে চলছে বিঘার পর বিঘা জমিতে প্লটিং। কোথাও নদীর পাশেই পিলার দিয়ে দেওয়া হচ্ছে তো কোথাও বাউন্ডারি ওয়াল ও করে দেওয়া হচ্ছে। নদীর ধার ধরেই প্লটিং হচ্ছে আবার তা বিক্রিও হয়ে যাচ্ছে।
এমনটাই অভিযোগ করছে এলাকাবাসীর। তাদের অভিযোগ…নদীর জল তারা ব্যবহার করে। স্নান থেকে শুরু করে বিভিন্ন কাজে। কিন্তু প্লটিং এর ফলে নদীতে নাব্যতা কমে যাচ্ছে ভরাটের কারণে আবার জায়গা না ছাড়ার কারণে নদীর চওড়া কমে যাচ্ছে। ফলে বর্ষা কালের আতংক থেকেই যাচ্ছে।

পড়ুন…কোথায় সেই 90 বিঘা

এলাকার মানুষের আরো অভিযোগ…যে এলাকায় প্লটিং হচ্ছে তার বেশির ভাগ ক্ষেত্রেই রয়েছে খাস জমি। রেকর্ডেড কিছুটা জমি রেখে বাকি খাস জমি ও দখল হচ্ছে বলে অভিযোগ। এ কোন এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় এমনটাই হচ্ছে।
অথচ, প্লটিং এর ও বেশ কিছু নিয়ম আছে। যা না মানলে রাজস্ব ফাঁকি দেওয়া হয়। সে দিকে নজর দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
আর এই সব অভিযোগের ভিত্তিতে আসানসোলে 90 বিঘা (আপাতত) জমি প্লটিং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। এমনটাই সূত্রের খবর।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles