GIRLS SCHOOL : ছিঃ লজ্জা..মেয়েদের স্কুলে কি অভিযোগ ? why girls are on road ?
বৃহস্পতিবার সকালে আসানসোল দেখল এক আন্দোলন। স্কুলে আন্দোলন। বিক্ষোভ। উত্তেজনা। আসানসোলের মহিলা কল্যাণের মত খ্যাতনামা স্কুলে ঘটল এই ঘটনা। দীর্ঘক্ষণ প্রধান শিক্ষিকার সঙ্গে অভিভাবক দের বচসা হতে দেখা গেল প্রকাশ্যে। অভিভাবক দের দাবি স্কুলের পুরুষ কর্মী অভব্য আচরণ করেছে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর সাথে। শুধু তাই নয়, ঘটনা ধামা চাপা দেবার চেষ্টা করছে উক্ত স্কুলের প্রধান শিক্ষিকা বলে দাবি আন্দোলনকারীদের।

আন্দোলনকারীদের এও দাবি যে এই প্রথম নয়..উক্ত কর্মীর বিরুদ্ধে এর আগেও এ রকম অভিযোগ উঠেছিল। যদিও স্কুলের প্রধান শিক্ষিকা অভিযোগ না পাওয়ার কথা বলেন। তার কথায়…ঘটনা ঘটলে অভিযোগ পাওয়া যেত। কার সঙ্গে এ রকম ঘটনা ঘটেছে সেটাই জানা যাচ্ছে না। কারন স্পেসিফিক কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে না।
পড়ুন…কি হল স্কুলে
এর পরেই উত্তেজনা ছড়িয়ে পরে আর বেশি করে। নিরাপত্তার প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবক রা। যার বিরুদ্ধে অভিযোগ তাকে সামনে নিয়ে আসার দাবি জানাতে থাকে অভিভাবক রা।
ঘটনা বেগতিক দেখে পুলিশ কে খবর দেওয়া হয় বলে সূত্রের খবর। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিক রা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আটক করা হয় যার বিরুদ্ধে অভিভাবক দের অভিযোগ তাকে।

কিন্তু এখানেই থেমে থাকেনি অভিভাবক রা। সত্য উদ্ঘাটনের দাবিতে বেশ কিছুক্ষণ আসানসোলের জি টি রোড অবরোধ করে তারা। যদিও কিছুক্ষন অবরোধ করার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
অভিভাবক দের কথায়…উক্ত স্কুলের প্রধান শিক্ষিকা বিষয়টি ধামা চাপা দেবার চেষ্টা করছেন। কি রহস্য লুকিয়ে আছে। যদিও প্রধান শিক্ষিকা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে।
দেখুন..মেয়েদের স্কুলে কিসের অভিযোগ
প্রসঙ্গত, যার সঙ্গে ঘটনার খবর চাউর হচ্ছে অথবা সোশ্যাল সাইটে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ সেই ছাত্রীর বা তার পরিবারের কোনো ঠিকানা বা নাম খবর লেখা পর্যন্ত জানা যায় নি। তবে অভিভাবক দের কথায়..স্কুলে এমন ঘটনা ঘটছে। কোথায় নিরাপত্তা ?
তবে স্কুল পড়ুয়া তথা উক্ত স্কুলের প্রাক্তনী এবং অভিভাবক দের আন্দোলন এটাই প্রমান করছে যে কিছু একটা ঘটনা ঘটেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন দেখার ভবিষ্যৎ কি হয়।

