মুখ্যমন্ত্রী CM Mamata Banerjee এসেছেন দুর্গাপুরে। যাবেন পুরুলিয়া। আসানসোলের ওপর দিয়ে যাবার কথা। পরিষ্কার হচ্ছে আসানসোল। মাননীয়া কি দাঁড়াবেন আসানসোলে ? আশায় আসানসোল বাসী। নির্ধারিত প্রোগ্রামে আসানসোলে দাঁড়ানোর কথা না থাকলেও দুর্গাপুর থেকে আসানসোল কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। গত নির্বাচনে শত্রুঘ্ন সিনহা জেতানোর জন্য আপ্লুত তিনিও। আবার মুখ্যমন্ত্রী আসার খবরে আপ্লুত আসানসোল ও।
দুর্গাপুর থেকে কি বললেন তিনি ?
কেন্দ্র নোংরা রাজনীতি করছে একশো দিনের কাজকে নিয়ে, দেশে বাংলার রেসপন্স ভালো থাকলেও কেন্দ্র পাঁচ মাস ধরে টাকাই দিচ্ছেনা, এছাড়া রাজ্যের প্রাপ্য পাওনা কেন্দ্রের বি জে পি সরকার আটকে রেখেছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর সার্কিট হাউসসে এই দিন বিকেলে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামীকাল পুরুলিয়া যাবেন দুর্গাপুর থেকে এরপর রয়েছে বাঁকুড়ার কর্মসূচি, তার আগে আজ রাতে দুর্গাপুর সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সার্কিট হাউস ঢোকার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক দের সাথে কথা বলতে গিয়ে কেন্দ্রের বি জে পি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ছিলেন মন্ত্রী মলয় ঘটক দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার সহ জেলা তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার বলয়ে মুড়িয়ে ফেলা হয়েছে শহর দুর্গাপুরকে।
CM Mamata Banerjee আসানসোলে কি দাঁড়াবেন মুখ্যমন্ত্রী ? অপেক্ষায় আসানসোল, কেন্দ্রকে কটাক্ষ।
More News – জয় বাংলা..আগুন..দুয়ারে শিক্ষিকা

