Friday, October 24, 2025

CM Mamata Banerjee আসানসোলে কি দাঁড়াবেন মুখ্যমন্ত্রী ? অপেক্ষায় আসানসোল, কেন্দ্রকে কটাক্ষ।

মুখ্যমন্ত্রী CM Mamata Banerjee এসেছেন দুর্গাপুরে। যাবেন পুরুলিয়া। আসানসোলের ওপর দিয়ে যাবার কথা। পরিষ্কার হচ্ছে আসানসোল। মাননীয়া কি দাঁড়াবেন আসানসোলে ? আশায় আসানসোল বাসী। নির্ধারিত প্রোগ্রামে আসানসোলে দাঁড়ানোর কথা না থাকলেও দুর্গাপুর থেকে আসানসোল কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। গত নির্বাচনে শত্রুঘ্ন সিনহা জেতানোর জন্য আপ্লুত তিনিও। আবার মুখ্যমন্ত্রী আসার খবরে আপ্লুত আসানসোল ও।

দুর্গাপুর থেকে কি বললেন তিনি ?

কেন্দ্র নোংরা রাজনীতি করছে একশো দিনের কাজকে নিয়ে, দেশে বাংলার রেসপন্স ভালো থাকলেও কেন্দ্র পাঁচ মাস ধরে টাকাই দিচ্ছেনা, এছাড়া রাজ্যের প্রাপ্য পাওনা কেন্দ্রের বি জে পি সরকার আটকে রেখেছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর সার্কিট হাউসসে এই দিন বিকেলে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামীকাল পুরুলিয়া যাবেন দুর্গাপুর থেকে এরপর রয়েছে বাঁকুড়ার কর্মসূচি, তার আগে আজ রাতে দুর্গাপুর সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সার্কিট হাউস ঢোকার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক দের সাথে কথা বলতে গিয়ে কেন্দ্রের বি জে পি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে ছিলেন মন্ত্রী মলয় ঘটক দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার সহ জেলা তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার বলয়ে মুড়িয়ে ফেলা হয়েছে শহর দুর্গাপুরকে।

CM Mamata Banerjee আসানসোলে কি দাঁড়াবেন মুখ্যমন্ত্রী ? অপেক্ষায় আসানসোল, কেন্দ্রকে কটাক্ষ।

More News – জয় বাংলা..আগুন..দুয়ারে শিক্ষিকা

কলকাতা – রাজ্য জুড়ে সবুজ ঝড়। সবুজ ঝড়ে মাতল রাজ্য। কলকাতা নির্বাচনের পর রাজ্য জুড়ে বিজয় উল্লাস। কোথাও মিষ্টিমুখ। কোথাও স্লোগান। কোথাও বাজি পুড়িয়ে বিজয় উল্লাস পালিত হল। সুদূর কলকাতা থেকে আসানসোল। বাদ গেল না রাজ্যের কোনো জেলাই। জায়গায় জায়গায় তৃণমূলের কর্মী সমর্থক রা বিজয় উল্লাসে ব্যাস্ত। মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী, রূপশ্রী, দুয়ারে রেসন, লক্ষীর ভান্ডার,স্বাস্থ্য সাথী যে মানুষের হৃদয় স্পর্শ করেছে তা আর একবার প্রমাণিত হল।

জয় বাংলা..আগুন..দুয়ারে শিক্ষিকা

খোদ কালীঘাটে উন্মাদনা, রত্না চট্টোপাধ্যায়ের জয়, সহ দিকে দিকে তৃণমূল প্রার্থীদের জয়ের ঘটনায় আবার ও উন্নয়নের সপ্ন দেখছে রাজ্যবাসী। শুধু তাই নয়..বিভিন্ন জায়গায় জেতার মার্জিন ও যথেষ্ট ই। রাজ্যের উন্নয়ন, সাথে কলকাতার উন্নয়ন কে হাতিয়ার করেই তৃণমূল প্রার্থী দের এই জয় বলে মনে করছে রাজ্যবাসী। Continue Reading

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles