Traffic : গাড়ি ধরতেই “দাদা” কে ফোন লাল্টুর…সবটাই নাটক

আসানসোলের বি এন আর ( BNR )মোড়ে ঝন্টুর ভাই লাল্টুর গাড়ি ধরেছে পুলিশ (POLICE )। অভিযোগ গাড়ি চালক লাল্টু র হেলমেটে (HELMET) নেই। লাইসেন্স(LICENSE ) ও নেই।
তবে লাল্টু এ সবের পরোয়া করবে কেন। একে বারে সোজা ফোন করে দিলেন লাল্টু তার তথাকথিত দাদা কে।
চিৎকার করে পুলিশের (POLICE ) সামনেই লাল্টু ফোন করে তথাকথিত দাদা কে।
শুনুন…লাল্টু ফোনে কি বলছেন
লাল্টু র ওপারে থাকা দাদা পুলিশ কে ফোন দিতে বলল জানতে চাইল কত টাকা জরিমানা(FINE) দিতে হবে ?
পুলিশ কে ফোন দিতে বলায় লাল্টু আশ্বস্ত হলেও লাল্টু র তথাকথিত দাদা কি বলল শুনুন..
প্রসঙ্গত, শিল্পাঞ্চলে ট্রাফিক সপ্তাহ (TRAFFIC WEEK) পালনে আসানসোল ট্রাফিক নানা ধরনের সচেতনতা (AWARENESS) মূলক কর্মসূচি নিয়েছে। কোথাও মানুষকে বোঝাচ্ছে কোথাও অনুরোধ করছে ট্রাফিক আইন মানার।

এই ঘটনাও সেরকম i পুলিশের সচেতনতা মূলক কর্মসূচি। এখন দেখার মানুষের কতটা সচেতনতা ফেরে।

