লিস্ট রাজনীতিতে উত্তাল আসানসোলের রাজনীতি। দীর্ঘদিনের অভিযোগ, আসানসোলের করপোরেশনের বোর্ড তৈরি হচ্ছে না। হচ্ছে না এম এম আই সি। মঙ্গলবার বাজেট মিটিং এও এই বিতর্ক ছড়ায়। কিন্তু তারপর হটাৎ ই এম এম আই সি ও ডেপুটি মেয়রের নাম প্রস্তাবিত হওয়াতে চিন্তার ভাঁজ পরে আসানসোলের রাজনীতিতে। লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে বেশ কিছু নেতৃত্বের নাম নেই যারা মানুষের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। Proposed

কাজের মানুষ ইন্দ্রানী: চৈতালি তেওয়ারী👆

অমিতাভ বাবু খুব ইন্টেলেকচুয়াল : বিজেপি নেত্রী👆
নেই শ্রাবনী মন্ডলের নাম। নেই নাম উৎপল সিনহা বা অনিমেষ দাসের। আবার মিনা হাসদার নাম আছে কিন্তু নেই শ্যাম সরেনের নাম। ডেপুটি মেয়র এর নাম উজ্জ্বল চট্টোপাধ্যায় প্রস্তাবিত হলেও ডেপুটি মেয়র হিসেবে নেই অভিজিৎ ঘটকের নাম। আবার জামুড়িয়ার গোলাম হাউস এর নাম থাকলেও নেই ওয়াসিমুল হকের নাম। এরকম রাজনীতি পরিলক্ষিত হচ্ছে।
Proposed Name Of Deputy Mayor & MMIC, প্রস্তাবিত লিস্ট ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে

খুব ভালো মানুষ : বিরোধী নেত্রী 👆
প্রসঙ্গত, এই প্রস্তাবিত লিস্ট মিডিয়ার হাতে তুলে দিয়েছেন আসানসোল করপোরেশনের বিজেপি নেত্রী তথা বিরোধী নেত্রী চৈতালি তেওয়ারী। তার বক্তব্য.. প্রায় চার মাস হয়ে গেলেও আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের এম এম আই সি করতে পারছে না শাসক দল। তাই প্রস্তাবিত লিস্ট তারাই দিয়ে দিচ্ছে।

কাজের মানুষ : জিতেন্দ্র তেওয়ারী পত্নী👆
অপর দিকে আসানসোলে মেয়র বিধান উপাধ্যায় বলেন, আগে বিজেপি নিজের দল ঠিক করুক তারপর এই সব ভাববে। যদিও রাজনৈতিক মহল মনে করছে এটা পলিটিক্স নয় পলিট্রিক্স। লিস্টের নাম অনুযায়ী যদি কেউ পদ পান তাহলে বিজেপি বলে তাদের লোক ই পদ পেয়েছেন। আবার কেউ যদি পদ না পান তাহলে এটাই প্রমাণিত হবে যে বিজেপি ঘনিষ্ট বলে পদ পেলেন না। কারন লিস্টে তাদের নাম ছিল।
CM Mamata Banerjee আসানসোলে কি দাঁড়াবেন মুখ্যমন্ত্রী ? অপেক্ষায় আসানসোল, কেন্দ্রকে কটাক্ষ।
অর্থাৎ রাজনৈতিক বলি ও হয়ে যেতে পারেন কেউ কেউ। তবে লিস্ট জারি করে কর্পোরেশনের ওপর এম এম আই সি করার জন্য যে চাপ সৃষ্টি করা হচ্ছে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, এ দিন আসানসোল কর্পোরেশনে বাজেট মিটিং এবং বোর্ড মিটিং কে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এম এম আই সি না তৈরি হবার ও প্রশ্ন ওঠে এই দিন। বিজেপি মিটিং ছেড়ে বেরিয়ে যায়। তারপরেই বিজেপির পক্ষ থেকে এই ধরণের লিস্ট চাঞ্চল্য ছড়িয়েছে রকজনৈতিক মহলে।

