আস্ত ট্রাক চুরি আসানসোলে… কয়েক ঘন্টায় উদ্ধার আসানসোল উত্তর থানা পুলিশের
ভিডিও দেখুন 👇
এ এক অবাক কান্ড। দীপাবলির দিন যখন কালীপুজোর পুষ্পাঞ্জলি যে ব্যস্ত সবাই…ঠিক সেই সময় উত্তর আসানসোলের জাতীয় সড়ক সংলগ্ন বারু হোটেলের সামনে থেকে উধাও পণ্যবাহী ট্রাক। বিশালাকার ট্রাক নিয়ে পালাল দুষ্কৃতীরা। যদিও ঘটনার কয়েক ঘন্টার মধ্যে ই আসানসোলের জামুড়িয়া এলাকার আকল পুর এলাকা থেকে ট্রাক টি উদ্ধার করে আসানসোল উত্তর থানার পুলিশ বলে সূত্রের খবর।
পড়ুন…কি ভাবে ঘটল ঘটনা
ট্রাক চালকের কথায়…বিকেল বেলা কলকাতা থেকে রওয়ানা দিয়েছিল ট্রাকটি। হিন্দুস্তান লিভারের শ্যাম্পু সহ আরো বেশ কিছু জিনিস ছিল বলে জানা গেছে। রাত্রি 10 টা নাগাদ উত্তর আসানসোলের গোপালনগর এলাকায় বারু হোটেলে জাতীয় সড়কের ওপরেই ট্রাকটি দাঁড় করায় চালক। গাড়ির চালক, স্টাফ ও খালাসি নামে খাবার খেতে। গাড়ির চাবি ছিল গাড়ির কেবিনেই। এমনটি হয় বলে জানায় চালক। এর পর হঠাৎ ই দেখে তাদের ট্রাক ছুটতে শুরু করেছে। বারু হোটেলের কর্মীকে সঙ্গে নিয়ে ট্রাকটি কে ধাওয়া করে তারা। কিন্তু রাতের অন্ধকারে রাস্তা বদল করায় ট্রাকটি নজরের বাইরে হয়ে যায়। এর পর আসানসোল উত্তর থানায় খবর দেওয়া হলে পুলিশ তৎক্ষণাৎ তৎপর হয়। বিভিন্ন জায়গায় মেসেজ ছড়িয়ে দেওয়া হয়। অল্প সময়ের মধ্যে ই আসানসোলের জামুড়িয়ার আকলপুর এলাকা থেকে ট্রাকটি কে উদ্ধার করে পুলিশ।
দেখুন…কি ভাবে উদ্ধার ট্রাক..বড়সড় সাফল্য আসানসোল উত্তর থানা পুলিশের
যদিও বারু হোটেল তথা ধাবার মালিক জানান..ট্রাকের চালক এবং স্টাফ রা তখনো খাবার খায় নি। ধাবার বাইরে বেসিনে হাত ধুতে ধুতে ই চিৎকার শুরু করে যে তার ট্রাক কেউ নিয়ে চলে গেল। 42 বছরের ব্যবসায় এমন ঘটনা চোখে পড়েনি।
তবে ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যে আস্ত ট্রাক উদ্ধার কে আসানসোল উত্তর থানা পুলিশের সাফল্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

