POLICE : 5 দিন সময় নিলেও করে দেখাল 72 ঘন্টায়
নাবালিকা কে শ্লীলতাহানির পর ধর্ষণের চেষ্টার অভিযোগে উত্তাল হয়েছিল উত্তর আসানসোলের কদম ধাওড়া গ্রাম। হোলির দিন রাত্রে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়। অভিযুক্ত দের গ্রেপ্তারের দাবিতে মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ চলেছিল গ্রামে। পুলিশে পুলিশে ছয়লাপ ছিল গ্রাম। সেই সময় দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু গ্রামবাসীদের তথা নির্যাতিতার বাবা মায়ের অভিযোগ ছিল আরো দু জনের বিরুদ্ধে। সেই বাকি দুজন কে গ্রেপ্তারের দাবিতে আদিবাসী সমাজ আসানসোল উত্তর থানা ঘেরাও করেছিল গত 16 মার্চ বিকেলে। আদিবাসী দের আন্দোলন পুলিশের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। বিক্ষোভ সামলাতে বিক্ষোভকারী দের কাছে পুলিশ 5 দিনের সময় চেয়েছিল।
কি করে দেখাল আসানসোল উত্তর থানার পুলিশ ? ভিডিও দেখুন 👇
3 দিনের মাথায় ই ঝাড়খণ্ডের মধুপুর থেকে আরো একজন কে গ্রেপ্তার করে আসানসোল উত্তর থানার পুলিশ। ধৃত কে আদালতে তোলা হবে বুধবার।
প্রসঙ্গত, হোলির দিন উক্ত এলাকার রেল লাইনের ধারে ছাগল চড়াতে গেছিল ওই নাবালিকা। কিন্তু হঠাৎ ই মৌমাছির আক্রমণে মাটিতে বসে পড়ে নাবালিকা বলে সূত্রের খবর। আর সেই সুযোগে ফাঁকা মাঠে বসে থাকা চার যুবক সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করে। কিন্তু অদূরে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক মানুষের সাহায্যে নাবালিকা তার বাড়ি ফিরে আসে ও অসুস্থ হয়ে পরে। এর পর তাকে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। আপাতত নাবালিকা সুস্থ আছে বলে খবর।
কি দাবি ছিল আদিবাসী সমাজের ?
তবে..গত 16 তারিখ আদিবাসীদের থানা ঘেরাও এ আদিবাসীদের দাবি ছিল….5 দিনের মধ্যে অভিযুক্ত রা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনে যাবে তারা। কিন্তু 3 দিনের মাথায় অভিযুক্ত গ্রেপ্তারের ঘটনায় পুলিশের সাফল্য বলে মনে করছে শিল্পাঞ্চল।

