Friday, October 24, 2025

Police : action of asansol police..উত্তর থানার ওসি ও দক্ষিণ থানার আইসি এর নেতৃত্বে বিশাল অভিযান..উদ্ধার টাকা..বন্দুক..গ্রেপ্তার চার

Police : তদন্ত কারী অফিসারদের সঙ্গে মিশে গা বাঁচাতে পারল না অপরাধী…২৪ ঘণ্টার আগেই গ্রেপ্তার চার যুবক..উদ্ধার দু চাকা…টাকা ও আগ্নেয়াস্ত্র

অবশেষে ব্যাবসায়ীদের ভরসা যোগাল আসানসোল পুলিশ। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার হল লুট হওয়া টাকার কিছুটা। ধরা পড়ল অপরাধীরা। উদ্ধার বন্দুক। মোটরবাইক। সূত্রের খবর আসানসোল উত্তর থানার কাল্লা মোড় থেকে শুরু করে নিয়ামতপুর সহ শিল্পাঞ্চলের বেশ কিছু জায়গায় হানা দিয়ে সফল হল পুলিশ। আসানসোল উত্তর থানার আধিকারিক অমিত হালদার ও আসানসোল দক্ষিণ থানার আধিকারিক কৌশিক কুন্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়ে গ্রেপ্তার করে যুবক দের।

ভিডিও দেখুন …

২৪ ঘণ্টা হতে না হতেই আসানসোল পুলিশের হাতে ধরা পড়ল চার দুষ্কৃতী। শনিবার আসানসোলের দক্ষিণ থানা অন্তর্গত সাটাইসা এলাকায় জি টি রোডের ওপর ছিনতাই হয় ব্যবসায়ীর প্রায় এগারো লক্ষ টাকা। আসানসোল উত্তর থানার আধিকারিক অমিত হালদার ও দক্ষিণ থানার আধিকারিক কৌশিক কুণ্ডুর নেতৃত্বে সারা রাত অভিযান চালিয়ে ধরা পড়ে চার যুবক।

ধৃতদের তিন জনের আসানসোলের নিয়ামতপুর ও এক জনের বাড়ি জামুড়িয়া বলে জানা গেছে। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও একটি দু চাকা এবং দুই লক্ষ টাকা।

শনিবারের পুলিশি তদন্তে সময় পুলিশের পাশেই উপস্থিত ছিল অভিযুক্ত sarwan mondol। সেই মুহূর্তে পুলিশের তদন্তে মিশে নিজে গা ঢাকা দেবার চেষ্টা করলেও অবশেষে ব্যর্থ হয় সে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডি সি ধ্রুব দাস জানান..sarwan mondol উক্ত ব্যবসায়ীর সংস্থার চালক যার টাকা ছিনতাই হয়েছে। এই ঘটনায় sarwan এর ও জড়িত থাকার বিষয় রয়েছে।
পুলিশ আধিকারিক এও জানান…তদন্ত চলছে তারপর ই বাকি বিষয় বলা যাবে।
তবে তদন্তের সময় অপরাধীর উপস্থিতি বা তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সাধারনের মত মিশে গিয়ে পুলিশি তদন্ত জানার চেষ্টার ঘটনা অবাক করেছে সকলকে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles