Friday, October 24, 2025

new year : big police force@asansol to make a peaceful new year

New year : পুলিশে পুলিশে ছয়লাপ@asansol..শান্তিপূর্ণ নতুন বছরের লক্ষ্যে

tsnmnews এর পক্ষ থেকে নতুন বছরে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের আশীর্বাদ আমাদের প্রেরণা। আপনাদের আশীর্বাদে আমরা 3 বছরে পদার্পন করতে চলেছি। নতুন বছরে বাংলার সঙ্গে হিন্দি ও আনতে চলেছি। সঙ্গে ছিলেন, সঙ্গে আছেন, আশা রাখি আগামীদিনেও সাথে থাকবেন। 🙏

 

আর কিছুক্ষণের অপেক্ষা। তারপর ই বিদায় নেবে 2022। আসবে 2023 । এই দুই বছরের সন্ধিক্ষণে তৎপর আসানসোল উত্তর থানার পুলিশ তথা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। দুপুর থেকেই চলছে মহড়া।

পড়ুন…কোথায় চলছে মহড়া

উত্তর আসানসোলের সেন্ট্রাম মল এলাকায় পুলিশ পুলিশে ছয়লাপ। এ সি পি পদমর্যাদার অফিসার, আসানসোল উত্তর থানার ও সি সহ বড় বড় পুলিশ আধিকারিক। রয়েছে সিভিক পুলিশ। রয়েছে খাকি পোশাকের পুলিশ। রয়েছে সাদা পোশাকেও। রীতিমত তাঁবু তৈরি করে অফিসার জানাচ্ছেন নির্দেশিকা। কি করতে হবে। কি করা চলবে না। শুধু তাই নয়। কোন স্পটে পুলিশ বা সিভিক থাকবে। কোন কোন গেট খোলা থাকবে। সমস্যা হলে কি ভাবে সামলাতে হবে।

পড়ুন…কেন এই ব্যবস্থা

 

প্রসঙ্গত, নতুন বছরের আনন্দ যে অপরের দুঃখের কারণ না হয় তার জন্য এই ব্যবস্থা বলে সূত্রের খবর। মলের যে সমস্ত নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদের ও নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন নিজের হাতে আইন না তুলে নেন , প্রশাসনকে খবর দেবার কথা বলা হয়েছে। আশান্তিকর পরিস্থিতি দেখলে প্রথমে একটু শান্ত করার চেষ্টা করেই পুলিশকে খবর দিতে।

দেখুন…পুলিশের উদ্দেশ্য কি ?

পুলিশ প্রশাসনের উদ্যেশ্য …নতুন বছর যেন খারাপ না হয়। কোনো অপ্রীতিকর অবস্থার যেন সৃষ্টি না হয়। সুন্দর ভাবে পালিত হয় নতুন বছরের অনুষ্ঠান। সবাই শান্তিতে থাকতে পারে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles