Friday, October 24, 2025

Mayor : 48 hours ultimatum for jam free Hutton road @ asansol..Law violating is the law here ?

Mayor : 48 hours ultimatum for jam free Hutton road @ asansol..Law violating is the law here ? ভিডিও দেখুন 👇

আসানসোলের হাটন রোড (Hutton road )হবে যানজট হীন ?

সরিয়ে দেওয়া হবে অবৈধ দোকান ?(illegal occupancy)

ব্যবস্থা নেওয়া হবে অটো টোটো এর ?

আদৌ কি সম্ভব ?

আইন (law) ভাঙা টাই আইন এখানে। অথবা আইন মানলে কি ক্ষতি হয় এখানে ?
এমন ই হবি ধরা পড়ে আসানসোলের হাটন রোড (hutton road ) এলাকায়।
আসানসোলের ব্যস্ততম এলাকা হাটন রোড। চার মাথার সিগন্যাল (signal ) রয়েছে এখানে। কিন্তু ছবি বলছে অন্য কথা। এখানে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ছুটছে অটো টোটো। যেখানে সেখানে পার্কিং (parking) এর কারণে তৈরি হচ্ছে ব্যাপক যানজট। শুধু তাই নয়, ব্যস্ততম হাটন রোড…যেখান দিয়ে যেতে হয় জেলা হাসপাতালে ( district hospital )রয়েছে বড় বড় স্কুল (school ) ব্যবসায়ীক প্রতিষ্ঠান.(business complex )..সেখানেও সরকারি জমি তে অবৈধ ভাবে রয়েছে প্রচুর দোকানে। যে কারণে রাস্তা হয়েছে ছোট।

পড়ুন….কেন এত যানজট ?

তারপর টোটো অটো এর দৌরাত্ম্য। নাজেহাল এলাকাবাসী। এর পর সরকারি বড় নালা কে আটকে দোকান তৈরির কারণে জলমগ্ন হচ্ছে এলাকা।
আর নয়। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে ব্যবস্থা নেবার পালা। মঙ্গলবার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের (asansol municipal corporation )মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমর নাথ চট্টোপাধ্যায় এর নেতৃত্বে বিশাল টিম ঘটনাস্থলে পৌঁছায়। সরকারি জায়গায় থাকা দোকানদারদের মেয়র হাতজোড় করে 48 ঘন্টা (48 hours )সময় দেন দোকান সরিয়ে নেবার জন্য। না হলে 48 ঘন্টা পর কাজ করবে মেশিন।

শুনুন…কি বললেন মেয়র (mayor)

 

মেয়র ( mayor ) বিধান উপাধ্যায় জানান…এক দুশো দোকানের জন্য হাজার হাজার মানুষের অসুবিধা মেনে নেওয়া যায় না। সরকারের উন্নয়ন করতে এই ভাবেই কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। আসানসোলের মানুষ চায় যানজট হীন রাস্তা। সেটাই করতে হবে। রাস্তার ধারে বড় নালা রয়েছে। তার জল নিকাশি না হলে জলমগ্ন হয়ে পড়ছে আসানসোল। তাই বুধবার পর্যন্ত দোকানিরা যদি নিজে রা সরিয়ে নেন ভালো না হলে মেশিন ব্যবস্থা করবে।
ঘটনাকে কেন্দ্র করে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ী মহলে তেমন ই খুশি সাধারণ পথ চলতি মানুষ। তাদের কথায় মেয়র উদ্যোগ এটি উত্তম।
তবে উক্ত এলাকায় থাকা স্থায়ী দোকানদার দের মতে…অনেকবার ই এমন ছুটো ছুটি হল। কাজের কাজ কিছু ই হয়নি। এবার হবে তো !

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles