Friday, October 24, 2025

LAND : Land mafia at barabani.. কারা তারা ? কি করছে ?

যারা ছোট ছোট বিষয়ে পথ অবরোধ করে তারাই ল্যান্ড মাফিয়া…অসিত সিং

বারাবনি তে বেড়েছে জমি মাফিয়াদের দাপাদাপি। মাটি কাটা থেকে শুরু করে প্লটিং, সরকারি জমি দখল ও হচ্ছে।
বারাবনির শাসক দলের দবঙ্গ নেতা তথা বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতির গলায় এ হেন সুর যেন রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন…বারাবনীর নুনি পঞ্চায়েত এলাকা এখন প্লটিং এর স্বর্গরাজ্য। সব প্লটিং নিয়ম মেনে করা হচ্ছে কি না তার তদন্ত শুরু হয়েছে। তিনি আরো বলেন…যারা ছোট ছোট বিষয়ে পথ অবরোধ করেন , আন্দোলন করেন তারাই এ সব কাজের সঙ্গে যুক্ত। বিজেপি নেতৃত্ব আছেন বলে দাবি করেন তিনি। ভূমি দপ্তর কে নির্দেশ ও দেন তদন্ত করার জন্য।

দেখুন কি বলছেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি..ল্যান্ড মাফিয়া কারা… কি করছে তারা ?

 

শুধু তাই নয় ..বারাবনির দোমহানি এলাকায় সরকারি জমি দখল হয়ে গেছে বলে জানান তিনি। বাউন্ডারি ও দেওয়া হয় গেছে। সেই জমি বাউন্ডারি ভাঙার ও সরকারি জমি পুনরুদ্ধারের ও নির্দেশ দেন অসিত সিং।
অপর দিকে নুনি পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা মাধব তেওয়ারী জানান..চাকডোবা এলাকায় প্লটিং এর কোনো অনুমতি তার কাছে নেওয়া হয়নি। অনেক জায়গা তেই প্লটিং হচ্ছে। কয়েকজন অনুমতি নিলেও বাকিরা অনুমতি ছাড়াই কাজ করছেন। বেশ কিছু জায়গায় মাটি ও কাটা হচ্ছে কিন্তু অনুমতির বালাই নেই। তিনি এও বলেন ..আইনের বাইরে কেউ নয়। সবাইকে ই আইন মানতে হবে।

কি বলছেন নুনি পঞ্চায়েত প্রধান মাধব তেওয়ারী.…শুনুন

 

তবে তৃণমূলের অভিযোগ…এই কাজের সঙ্গে বিজেপির যোগ রয়েছে। তবে স্থানীয় বিজেপি নেতৃত্ব এ বিষয়ে মুখ খুলতে চান নি।

 

প্রসঙ্গত, আসানসোলের বারাবনি বরাবর ই তৃণমূলের ঘর। এক সময় বিজেপি ঝড়ে অন্যান্য বিধানসভা থেকে তৃণমূলের হার হলেও বারাবনি এলাকা শাসক কে জিতিয়ে রেখেছিল। সেই জায়গায় বিরোধীদের দিকে সভাপতির এ হেন নিশানা অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে কি ? কারন আর ক দিন পরেই আসছে বিধানসভা নির্বাচন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles