Friday, October 24, 2025

Land corruption : কাদের ডাক আসতে চলেছে NOC : don’t purchase plot, land,flat without ADDA noc

Land corruption : কাদের ডাক আসতে চলেছে

NOC : don’t purchase plot, land,flat without ADDA noc

 

এই মুহূর্তে বাড়ি, জমি, ফ্ল্যাট  (flat )কিনবেন সাবধানে। পশ্চিম বর্ধমান জেলার বিশেষ করে আসানসোল কুলটি, বারাবনি এলাকায় কোথায় কোথায় জমি বা ফ্ল্যাট নিলে বিপদে পড়তে পারেন তার ই খবর দেখাচ্ছি আমরা। এই সংবাদ পরিবেশন একদম ই সাধারণ মানুষের উদ্যেশ্যে। যাতে ভুল বুঝে বিপদে না পড়েন সাধারণ মানুষ।
তবে এ কথা আমরা বলছি না। বলছেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির (asansol durgapur development authority ) চেয়ারম্যান তাপস ব্যানার্জি। তার আবেদন শুনলে অবাক হবেন।
তাপস ব্যানার্জি জানান…বিগত কিছু মাস ধরে দেখা যাচ্ছে আসানসোল কুলটি বারাবনি সহ বিভিন্ন এলাকায় প্রচুর ডেভেলপারের খোঁজ পাওয়া যাচ্ছে। যারা জমি নিয়ে প্লটিং করছেন বা ফ্ল্যাট তৈরি করে বিক্রি করছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ই তা অবৈধ বলে দাবি করছেন তিনি। তিনি জানান ..এখনো পর্যন্ত 24 টি এজেন্সি পাওয়া গেছে যারা আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির NOC ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছেন যা সম্পুর্ন অবৈধ। আইনত ব্যবস্থা নেবার কথা ভাবা হচ্ছে।
চেয়ারম্যান জানান…প্লটিং এলাকায় আলো জ্বলছে। মানুষ ভাবছে সরকারের দেওয়া আলো। আদপেও তা নয়। ডেভেলপার রা নিজেরাই তা করছেন। নিজেরাই রাস্তা তৈরি করে নিচ্ছেন। মানুষ বিভ্রান্ত হচ্ছেন।
চেয়ারম্যান এও জানান…এ ডি ডি এ এর NOC ছাড়া বিদ্যুৎ না দেবার কথা জানানো হয়েছে বিদ্যুৎ দপ্তর (wbsedcl) কে। ছাড়পত্র না দেবার কথা জানানো হয়েছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন (asansol municipal corporation) কে।
তিনি আবেদন করেন জনগণের কাছে ” এই সমস্ত জায়গায় বাড়ি, ফ্ল্যাট, জমি কিনবেন না । কেনার আগে যে দাগ নম্বরে বা খতিয়ান নম্বর কিনছেন তার এ ডি ডি এর NOC আছে কিনা দেখে নেবেন। যদি তা না দেখে কেনেন তাহলে প্রয়োজনে বিক্রির সময় অসুবিধার সম্মুখীন হতে পারেন ”

পড়ুন… কাদের ডাকা হবে

 

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে শিল্পাঞ্চলে রমরমিয়ে উঠেছে জমি ব্যবসা। কখনো নদীর অববাহিকা আবার কখনো খাস জমিতে প্লটিং এর অভিযোগ উঠেছে। কোথাও তো আবার এ এম সি লেখা পিলার ও বসিয়ে দেওয়া হচ্ছে। যে খবর আমরা বার বার দেখিয়েছিলাম। তাতেই সরকারি সিলমোহর পড়ল আজ।
সূত্রের খবর খুব শিগ্রহী তদন্ত শুরু হতে চলেছে। ডাক পড়বে অনেকেরই।

Sourcetsnm news

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles