Friday, October 24, 2025

KUMBHMELA..Again SHAME visual at asansol..ভিড় সামলাতে ব্যর্থ রেল প্রশাসন ?

আবার ও আসানসোল স্টেশন চত্বরে একই ছবি…ব্যর্থ রেল প্রশাসন ?

ফের অস্বস্তিকর পরিবেশ আসানসোল স্টেশন চত্বরে। কুম্ভ মেলা যাত্রীদের ভিড়ে হিমশিম খেতে হল রেল প্রশাসন কে। আশঙ্কা ছিল রেলের। করা হয়েছিল সব ব্যবস্থা। তবু ও নাকাল প্রশাসন। ব্যারিকেড লাগিয়ে কোনোমতে পরিস্থিতি সামাল দেয় রেল ও রাজ্য পুলিশ।
কুম্ভ যাত্রীদের জন্য সাপ্তাহিক ট্রেন দেওয়া হয়েছিল আসানসোল থেকে। আসানসোল থেকে প্রয়াগ রাজ হয়ে আমেদাবাদ ট্রেন আসানসোল থেকে ছাড়ার কথা বৃহস্পতিবার সন্ধ্যে 7.40 এ। প্লাটফর্ম এ ট্রেন এসে পৌঁছায় সন্ধ্যে 6 টায়। প্ৰথমে নির্দিষ্ট লাইন থাকলেও যত ই সময় পার হয়ে ভিড় বাড়তে থাকে।

 

ভিড়ের চাপে এক মহিলাকে পরে যেতেও দেখা যায়। যদিও রেল ও রাজ্য পুলিশের তৎপরতায় কোনোমতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
প্রসঙ্গত, গত রবিবার আসানসোলের স্টেশন চত্বরের ছবি ছড়িয়ে পড়েছিল দেশব্যাপী। রেল প্রশাসন এর কার্যকারিতা নিয়ে উঠেছিল অনেক প্ৰশ্ন। এর পর তৎপর হয় রেল প্রশাসন। তারপর মঙ্গলবার রেল পুলিশ ও রাজ্য পুলিশ এর যৌথ উদ্যোগে বিশাল ব্যবস্থা করা হয়। রেলের পক্ষ থেকে লাইন তৈরি করে সংরক্ষিত ও অসংরক্ষিত দের আলাদা করে কুম্ভ স্পেশাল ট্রেনে চাপানো হয়। যদিও সেদিন এত ভিড় ছিল না। কিন্তু বৃহস্পতিবার আবার ও রেলের ব্যর্থতা সামনে এল। এখন দেখার আগামী 26 তারিখ পর্যন্ত কি হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles