Friday, October 24, 2025

Jamuria News কি দেখল ছেলেটা, মঙ্গলবার ও আতঙ্কে জামুড়িয়া, হামলা বন্দুকবাজদের

Jamuria News – শিল্পাঞ্চলে বন্দুকবাজদের হামলা, নিজের চোখে দেখল ছেলেটা, সোমবারের ঘটনার পর মঙ্গলবার ও আতঙ্কে জামুড়িয়া, এলাকার মহিলা পুরুষ সবারই একটাই আতংক, সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকতে পারবে তো এলাকার মানুষ! ভর সন্ধ্যায় আসানসোলের জামুড়িয়ায় বন্দুক নিয়ে হামলা, বোমাবাজি র অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আসানসোলের ব্যস্ততম রাস্তা জামুড়িয়ার দামোদর পুর বাজারে এক গ্রাহক সেবা কেন্দ্রে বন্দুকবাজ দের হামলা। প্রকাশ্যে সন্ধ্যা বেলায় চলল লুট। বন্দুক দেখিয়ে কাউন্টার থেকে নিজে হাতে টাকা নিয়ে নিল দুষ্কৃতীরা। তার পর ছুটে পালাল তারা।

অদূরে থাকা স্থানীয় যুবক রা আটকানোর চেষ্টা করলে বোমাবাজি করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এ হেন ঘটনা ঘটায় আতঙ্কে এলাকাবাসী। প্রসঙ্গত, সোমবার রাতে বন্দুক নিয়ে লুট চালিয়ে বোমাবাজি করে চলে যাওয়ায় মঙ্গলবার সকালেও আতঙ্কের ছাপ দেখা গেল এলাকাবাসীর চোখে মুখে। ছোট্ট ছেলেটি জানাল তার স্বচক্ষে দেখা ঘটনা। বলল ওরা এল বন্দুক নিয়ে। দোকানে ঢুকল। তারপর আবার ছুটতে ছুটতে চলে গেল। বোমা মারল। আতংক এলাকার মহিলাদের মধ্যেও। এলাকাবাসীর কথায়…প্রশাসন তৎপর না হলে আরো বড় ঘটনা ঘটে এলাকায়।

বাড়ির বাইরেও বসা যাবে না। পালাতে থাকা দুষ্কৃতীদের আটকাতে যাওয়া যুবক কার্তিক বাউড়ি বলেন হটাৎ দেখলাম তিনজন ছুটে পালাচ্ছে কালিতলা দিয়ে। জিজ্ঞেস করলে কোনো উত্তর দিল না। ততক্ষনে খবর ছড়িয়ে পড়েছে। পিছু ধাওয়া করতেই বোমা চালালো ওরা। প্রসঙ্গত, জামুড়িয়া থানা থেকে অদূরেই এই দামদরপুর বাজার এলাকা। সেখানেই ঘটল ঘটনা। এসেছিল জামুড়িয়া থানার পুলিশ। শুরু করেছে তদন্ত। তবে কোথা থেকে এল দুষ্কৃতীরা। অস্ত্র এল কোথা থেকে ? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ?

Jamuria News কি দেখল ছেলেটা, মঙ্গলবার ও আতঙ্কে জামুড়িয়া, হামলা বন্দুকবাজদের

Live loot with arms, আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট

কিন্তু কি হয়েছিল সোমবার রাতে ?

আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট আসানসোলের জামুড়িয়া, পালানোর সময় বোমাবাজির অভিযোগ

আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় 40 হাজারেরও বেশি টাকা ডাকাতি জামুড়িয়ায়। স্থানীয়রা ডাকাত দল থেকে ঘিরে ফেললে বোমা চার্জ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জামুরিয়া জুড়ে। সন্ধ্যা আট টা নাগাদ জামুরিয়া বাজারের দামোদরপুর একটি গ্রাহকসেবা কেন্দ্রে তিনজন সশস্ত্র দুষ্কৃতীর লুট করার উদ্দেশ্যে হানা দেয়। প্রায় 40 হাজার টাকার বেশি নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ গ্রাহকসেবা কেন্দ্রে কর্মীর।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং। বিধায়ক হরে রাম সিং জানান জামুড়িয়ায় প্রথমবার এই ধরনের ঘটনা ঘটলো। পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তৎপর পুলিশ ঘন্টার পর পর ই ঘটনাস্থলে পৌঁছায়। তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles