Friday, October 24, 2025

Heritage durgapuja rally@asansol salute to UNESCO

Heritage durgapuja rally@asansol salute to UNESCO

 

 

রাজ্যের দুর্গাপূজা নথিবদ্ধ হয়েছে ইউনেস্কো তে। হেরিটেজ পুজোর জায়গা পেয়েছে। আর তাই রাজ্য জুড়ে শুরু হয়েছে ইউনেস্কো কে ধন্যবাদ জানানোর পর্ব। দুপুর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল। পদযাত্রা। কলকাতার রাস্তায় হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচুর কর্মী সমর্থক নেতা মন্ত্রী থেকে বিভিন্ন পুজো সংগঠক রা পদযাত্রায় শামিল হলেন।
পিছিয়ে থাকেনি শিল্পাঞ্চল। শিল্পাঞ্চলের আসানসোলে হাঁটলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। হাঁটলেন মেয়র বিধান উপাধ্যায়। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার। ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক।

দেখুন…কেন হাঁটলেন মন্ত্রী

আসানসোলের পোলো গ্রাউন্ড থেকে দুপুর 2 টায় শুরু হয় পদযাত্রা। পোলো ময়দান থেকে শুরু করে আসানসোলের ভগৎ সিং মোড়, বি এন আর মোড় প্রদক্ষিণ করে। পদযাত্রায় দেখা যায় রণ পা। স্কুলের ছাত্র ছাত্রী রাও উপস্থিত ছিলেন। ছিলেন মহিলা পুরুষ।
চলতি পথে এ হেন অনুষ্ঠান দেখতে দাঁড়িয়ে পড়েন অনেকেই। এক স্বাস্থ্য কর্মী জানান…খুব সুন্দর এই অনুষ্ঠান। ভালো লাগছে।
মিছিলে হেঁটে চলে মহিলার কথায়…আজ থেকেই পুজো পুজো মনে হচ্ছে।
বহুদূর থেকে আসা মহিলার ভাষায়…এ জিনিস কল্পনার অতীত। সারা দেশের গর্ব। রাজ্যের মুখ্যমন্ত্রীর এ হেন প্রচেষ্টা গোটা দেশের গর্ব। ভালো কে তো ভালো বলতেই হবে।

শুনুন..কি বলছেন সাধারণ মানুষ

 

 

সকাল থেকেই সেজে উঠেছিল আসানসোল। দুপুর থেকে তা যেন সুন্দর হয়ে ওঠে। ব্যাপক প্রশাসনিক ব্যবস্থা ছিল। ছিল প্রচুর পুলিশ মোতায়েন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles