Friday, October 24, 2025

DRUGS : Huge recovery of asansol north police…great success..

দেখুন…গাড়িতে থাকা মহিলা ও ব্যক্তিরা কারা

 

আসানসোল উত্তর থানা পুলিশের বড়সড় সাফল্য। উদ্ধার প্রচুর পরিমান গাঁজা। উদ্ধার দুটি চার চাকা গাড়ি। 1 মহিলা সহ 3 পুরুষ কে আদালতে পেশ।
ঘটনার বিবরণে জানা যায়..উত্তর আসানসোলের জুবিলী মোড়ের কাছে নাকা চেকিংয়ে ধরা পড়ে দুটি চার চাকা। সন্দেহের বসে গাড়ি পরীক্ষা করে পুলিশ। প্রচুর পরিমানে গাঁজা উদ্ধার হয়। দুটি গাড়ি থেকে এক মহিলা ও তিনজন পুরুষ কে আটক করে পুলিশ। গাড়ি এবং উক্ত চারজন কে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ি তে নিয়ে যাওয়া হয়।

পড়ুন…কোথা থেকে আসছিল গাড়িগুলো

পুলিশ সূত্রে খবর..গাড়ি দুটি গাঁজা নিয়ে উড়িষ্যা থেকে আসছিল। জামুড়িয়া অভিমুখে ছিল। গাড়িতে থাকা মহিলা ও দু জন উড়িষ্যার বাসিন্দা এবং একজন জামুড়িয়ার বাসিন্দা বলে সূত্রের খবর। সোমবার দুপুরে আসানসোল উত্তর থানার বড় বাবুর নেতৃত্বে গাড়ি দুটি, মহিলা সহ চারজন ও প্রায় 195 কিলো গাঁজা আসানসোল আদালতে পেশ করা হয়। তবে উড়িষ্যা থেকে গাড়ি ভর্তি গাঁজা কেন আসছিল, কোন পথে আসছিল বা এর পিছনে আরো কোনো চক্র কাজ করছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles