CANDIDATE : এই বাড়িতেই থাকতেন আহলুওয়ালিয়া…
আসানসোলের বিজেপি প্রার্থীর ছেলেবেলার পাড়াতে উঠল ” কিসের দাবি “

পুরোনো বট গাছ। নেমেছে ঝুড়ি। দেখেই মনে হয় বহু পুরোনো বট গাছ। আর তার ছায়াতেই ভগ্নপ্রায় ওই বাড়িটি। আসানসোলের জে কে নগর এলাকায় গিয়ে জানা গেল…এটাই সুরিন্দার সিং আহলুওয়ালিয়ার বাড়ি। একদম নিজের বাড়ি। যদিও বহু বছর তিনি এসে থাকেন না এই বাড়িতে। রেখেছেন কেয়ার টেকার। তবু ও এই পথে গেলে একবার অন্তত এই বাড়িতে ঘুরে যান তিনি। দেখা করেন বাড়িতে যারা আছেন তাদের সঙ্গে। বাড়ির বাইরে পদ্ম ফুলের ছবি যেমন আঁকা আছে তেমন ই দেওয়ালে লেখা আছে bjp।
পড়ুন এই ভগ্নপ্রায় বাড়ির ইতিহাস
আবার ও বিজেপি প্রার্থী হিসেবে এসেছেন আসানসোলে। জে কে নগরের মাইনাস কোয়ার্টার এলাকার মানুষের আশা…নিশ্চই সুরিন্দার প্রচারে আসবেন। জে কে নগরের বিকাশ করবেন।
উক্ত এলাকায় থাকা..গৌতম ব্যানার্জির কথায়…খুব কাছে থেকে দেখেছেন সুরিন্দার কে। ভালো মানুষ। সুরিন্দার এর বাবা কাজ করতেন স্থানীয় বালকো কারখানায়। সেই কোয়ার্টার অবশ্য এখন নেই। কারখানাও বন্ধ হয়ে গেছে। তবে সুরিন্দার এর পড়াশুনা আসানসোল থেকে। ছোট থেকেই রাজনীতিতে নেশা ছিল তার। ছাত্র রাজনীতি থেকে লড়াই করে আজ এই জায়গায়। উনি আমাদের গর্ব। প্রতিবেশী হিসেবে। প্রার্থী জিতুক বা না জিতুক দাবি একটাই। বন্ধ কারখানা খুলুক। কর্মসংস্থানের সুযোগ হোক।
জে কে নগরের বাড়িতে থাকা ব্যক্তি জানান..প্রায় 20 বছর ধরে তিনি পরিবার নিয়ে এই বাড়িতে থাকেন। আহলুওয়ালিয়া তাকে থাকতে দিয়েছেন। এই পথে পার হলেই একবার ঘুরে যান। তাদের সঙ্গে দেখা করেন। খোঁজ খবর নেন। তিনি প্রার্থী হওয়াতে আশাবাদী বাড়ির কেয়ার টেকার ও।
দেখুন কার বাড়ি ? কি চাইছেন প্রতিবেশীরা
পাশাপাশি উক্ত এলাকায় থাকা পথ চলতি মানুষ থেকে বাসিন্দারা সকলেই খুশি সুরিন্দার প্রার্থী হওয়াতে। প্রতিবেশী হিসেবে গর্বিত তারা। তাদের একটাই দাবি…সুরিন্দার এর বাবা যেখানে চাকরি করতেন সেই কারখানা খোলার ব্যবস্থা করুক। বিকাশ হোক জে কে নগরের।
তবে রাজনৈতিক জীবনের তথা ছেলেবেলার স্মৃতি …জে কে নগরের বাড়ি যে এখনো সুরিন্দার এর মন কে টানে তা তাদের প্রতিবেশী দের গলায় স্পষ্ট। আসন্ন লোকসভা নির্বাচনে সুরিন্দার লড়বেন তৃণমূলের স্টার প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে। বিগত উপনির্বাচনে আসানসোল থেকে রেকর্ড ভোটে জিতেছিলেন তিনি। বেশি ভোটে জেতা ভারত বর্ষে 17 নম্বর স্থানে শত্রুঘ্ন সিনহা বলে সূত্রের খবর।
আরো পড়ুন
#Coal scam : GOVT.coal transportation without weight with private guard ? private challan ? #ECL
আবার চওড়া কপালের অধিকারী আহলুওয়ালিয়া। দার্জিলিং এ জয়ের পর বর্ধমান দুর্গাপুর। নোমিনেশনের মাত্র কয়েকদিন আগে ঘোষণা হয়েছিল তার নাম। অল্প ভোটে হলেও জিতেছিলেন তিনি। এবার ও বিজেপির দশম লিস্টে তার নাম ঘোষিত হয়। এখন দেখার ভবিষ্যৎ কি বলে।

