Friday, October 24, 2025

Drama : drama of kidnapping by 15 years old…বাবার কাছে মুক্তিপনের দাবি মেয়ের !

ভিডিও দেখতে subscribe করুন …TSNM NEWS

DRAMA : DRAMA OF Kidnapping BY 15 YEARS OLD …WHAT IS THE CONSEQUENCES ?

 

যে কোনো পরিস্থিতি বাবা মা কে জানানো উচিত ছেলে মেয়েদের। বাবা মা কোনোদিন ই খারাপ সিদ্ধান্ত নেয় না। ভুল পরামর্শ দেয় না। ছেলে মেয়েকে বাবা মা বকতেই পারে। তার মানে এটা নয় যে বাবা মা ছেলে মেয়ের খারাপ চায়।
অথচ বর্তমান সময়ে কোন পথে চলছে 14 /15 বছরের ছেলে মেয়েরা ? সবাই নয়। তবে সোশ্যাল মিডিয়া বা বন্ধু বান্ধব বা বিভিন্ন সিরিয়াল থেকে কি শিখছে আজকের সমাজের ছেলে মেয়েরা। যে কোনো বাবা মা ই তার ছেলে মেয়েকে কষ্ট করেই বড় করে। অনেক আশা থাকে বাবা মায়ের। স্বার্থ নাই বা থাকল আশা তো থেকেই। সে আশায় জল ঢালতে এত টুকু পিছ পা হয় না আজকের সমাজের ছেলে মেয়েরা। তবে এই নাবালিকার কর্মকান্ড অবাক করেছে সত্যিই।

পড়ুন …নাবালিকার অপহরণের নাটক

পরীক্ষায় রেজাল্ট খারাপ। বলা যাবে না বাবা কে। তাই বাড়ি ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিয়েছিল আসানসোলের সালানপুর থানার অন্তর্গত বনজেমারী এলাকার নাবালিকা।
হটাৎ নিখোঁজ হয়ে যাওয়াতে চিন্তায় পড়ে যায় বাবা জাহাঙ্গীর খান ও তার পরিবার। প্রথমে নিখোঁজের অভিযোগ জানায় প্রশাসনের কাছে।
কিন্তু যত ই দিন পার হয় তত ই যেন নাট্য রূপ বদলাতে থাকে। মেয়ের মোবাইল থেকে ওয়াটস আপ চ্যাট আসতে শুরু করে। তাকে ফিরিয়ে নিয়ে যাবার আর্জি আসতে থাকে। বার বার লোকেশন বদল হতে থাকে। কখনো আসানসোল কখনো মধুপুর আবার কখনো লক্ষি সরাই লোকেশন দেখাতে থাকে। পুলিশ ও খুঁজতে থাকে। এর ই মধ্যে তিন লক্ষ টাকা মুক্তিপনের দাবি আসে। নাবালিকার বাবা অনলাইনে দু হাজার টাকাও পাঠায়।

পড়ুন…. কি অবস্থা বাবার ও পরিবারের

এর পর হঠাৎ ই এক ভিডিও কল আসে নাবালিকার ফোন থেকে। যেখানে নাবালিকাকে কাঁদতে দেখা যায় মুখ বাধা অবস্থায়। বাড়ির লোক পরিবারের সদস্য রা ভেঙে পড়ে কান্নায়।
আসানসোল ও সালানপুর থানার পুলিশ হন্যে হয়ে খুঁজতে থাকে। অবশেষে মহারাষ্ট্রের নাসিক থেকে উদ্ধার হয় নাবালিকা।
কিন্তু আসলে হয়েছিল কি ?
অপহরণ বা মুক্তিপণ সব ই ছিল নাটক। নাবালিকা নিজেই সব করেছিল বলে জানান নাবালিকার দাদা।
পরীক্ষার ফল খারাপ হওয়াতে বাবাকে বলতে না পেরে ট্রেনে চেপে বিহারে আত্মীয় এর বাড়ী যাবার পরিকল্পনা করে নাবালিকা। কিন্তু বুঝতে না পেরে অন্য ট্রেনে চেপে পৌঁছে যায় মহারাষ্ট্রের নাসিক।

দেখুন…নাবালিকা উদ্ধারের গল্প

 

পৌঁছে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হয় নাবালিকা। খাবারের টাকাও ছিল না তার কাছে। অগত্যা এই ভাবে সে বাবার কাছ থেকে টাকা নেবার চেষ্টা করে বলে জানায় তার দাদা।
যদিও পুলিশ সূত্রে খবর…নাবালিকা কে উদ্ধার করা হয়েছে। আদালতে পেশ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নাবালিকার এ হেন কর্মকান্ডে চিন্তার ভাঁজ পড়েছে শিল্পাঞ্চলের বহু বাবা মায়ের। এখন দেখার নাবালিকার ভবিষ্যৎ কি হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles