Friday, October 24, 2025

প্রায় 11 লক্ষ টাকা ছিনতাই এর অভিযোগ..বন্দুক দেখিয়ে ছিনতাই এর অভিযোগ..শুনুন একের পর এক বক্তব্য… তদন্তে পুলিশ

আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনব…এতে আমরা কিছু বলি না…আজ বলবে ব্যবসায়ীরা

প্রকাশ্য দিবালোকে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত সাটাইসা এলাকায় জি টি রোডের ওপর ব্যবসায়ীর 11 লক্ষ টাকা ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
কুলটি এলাকার ব্যবসায়ীর কর্মচারীর কথায়…শনিবার বিকেলে ব্যবসার টাকা সংগ্রহ করে ব্যাগে করে মোটরবাইক চেপে ফিরছিল সে। আসানসোলের সাটাইসা এলাকায় জি টি রোডে পিছন থেকে একটি মোটরবাইকে দুজন চেপে এসে তাকে আটকায়।

বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। এর পর খবর জানাজানি হতেই আসানসোল দক্ষিণ থানার পিপি এর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। সূত্রের খবর…এলাকার সিসিটিভি, ঘটনার বিবরণ, কর্মচারী বয়ান থেকে অপরাধী বা দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে আতংক ছড়িয়েছে ব্যবসায়িক মহলে। তাদের কথায় …প্রকাশ্য দিবালোকে এমন হলে রাতের বেলায় কি হবে ? কত টা নিরাপদ ব্যবসায়ী রা ?

প্ৰশাসন যদি টাকা উদ্ধার করে এবং দুস্কৃতি দের ধরতে পারে তাহলেই ব্যবসায়ী দের মনোবল বাড়বে। আর তা নাহলে যে কোনো দিন বাজারে ঢুকেও এমন ঘটনা ঘটাতে পারে দুষ্কৃতীরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

3,425FansLike
5,491FollowersFollow
2,341FollowersFollow
5,439SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles